- মণিরামপুরে ৮ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
আলিমুন খান,মণিরামপুর (যশোর)প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সহশ্রাধিক দর্শক উপস্থিতির মধ্য দিয়ে মণিরামপুরের ঐতিহ্যবাহী ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ৮ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮ দলের নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ খেলার ফাইনালে শ্যামনগর স্পোটিং ক্লাব ফুটবল দল বনাম নাভানা স্পোটিং ক্লাব ফুটবল দল নির্ধারিত সময়ে গোল ০-০ করে পরে টাইব্রেকারে ০-২ গোলের ব্যবধানে নাভানা স্পোটিং ক্লাবকে পরাজিত করে শ্যামনগর চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন বীরেশ্বর মন্ডল, মনোজিৎ বিশ্বাস, মো:রফিকুল ইসলাম। ম্যাচের ধারাভাষ্যকার উপস্থিত ছিলেন সোহাগ হোসেন লিপু ও মেহেদী হাসান।
খেলার উদ্বোধন ও শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৩নং খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।