মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে প্রতি বছরের ন্যায় এ বছরও শুরু হলো গ্রাম বাংলার জনপ্রিয় ও জাতীয় খেলা হাডুডু।
৪ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪.৩০ ঘটিকায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া শেখ পাড়া ইট ভাটায় শুভ উদ্বোধন হলো ৫ম বার্ষিক শেখ রাসেল ৮ দলীয় হাডুডু টুর্ণামেন্ট-২০২১ এর।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রাম বনাম মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রাম। নির্ধারিত সময়ের মধ্যে খেলায় যশোবন্তপুর ৩-১ গোলে জয় লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।খেলায় আশপাশের প্রায় হাজারের অধিক দর্শক উপস্থিত হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোসলেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান।
এ্যাডঃ বিল্লাল হোসেনের মনোমুগ্ধকর সঞ্চালনায় খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল করিম চুন্নু মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ্যাড. মোঃ সাজিদুর রহমান সংগ্রাম, পিডিপির সাবেক ডাইরেক্টর গোলাম মহম্মদ মোল্লা, ৭ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ। খেলাটি সার্বিক ব্যবস্থাপনায় ঘুল্লিয়া এলাকা বাসী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।