আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের হ্যাটট্রিকে ইতালিয়ান লিগে বড় জয় পেয়েছে ইন্টার মিলান। শুক্রবার (৪ মার্চ) রাতে ঘরের মাঠে পয়েন্ট তালিকার তলানির দল সালেরনিতানাকে ৫-০ গোলে উড়িয়ে এককভাবে শীর্ষস্থানে ফিরল নাজ্জুরিরা। তাতে একাই তিন গোল করেছেন মার্টিনেজ।
পাঁচ মিনিটের ব্যবধানে বাকি দুই গোল করেছেন এডেন জেকো। ৬৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন জেকো। ভিএআরে গড়ালেও গোলের সিদ্ধান্ত বহাল থাকে। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে বর্তমানে সিরি আর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। ২৭ ম্যাচে ১৭ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মিলান। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নাপোলি ও এসি মিলান।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।