ডা. আজাদ খান,ব্যুরে প্রধান (ময়মনসিংহ): সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পৃষ্ঠপোষকতায়-শেরপুর প্রথম বিভাগ ক্রিকেট লীগ মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের জার্সির মোড়ক উন্মোচন।
সামাজিক কল্যানমূলক প্রতিষ্ঠান সজন এর পৃষ্টপোষকতায় মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় শেরপুর শহরের চাপাতলিতে অবস্থিত সজনের কনফারেন্স কক্ষে এক অনারম্ভড় অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ম বিভাগের ক্রিকেট দল মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজন রিকভারী সেন্টারের চেয়ারম্যান, মেহের খান অপু, ভাইস চেয়ারম্যান, আনিকা ইবনাথ আখি,পিপুল সরকার, পরিচালক সজন, মানিক দত্ত, সাধারন সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর, সাবিহা জামান শাপলা, ভাইস চেয়ারম্যান, শেরপুর সদর উপজেলা, মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শেরপুর জেলা প্রেসক্লাব, তৌহিদুর রহমান পাপ্পু, ক্রিকেট উপকমিটির সম্পাদক, বাবু শান্ত রায়, জেলা প্রতিনিধি ভোরের চেতনা, সহ স্কোয়াড মুক্তিযোদ্বা ক্রীড়া চক্র (শিপন, মাহফুজ, রিজুয়ান, আবদুল্লাহ, বিল্লাহ, সৌরভ, জিহাদ, আজিজ রতন, শুভ্র, সোহাগ, বাবন, রনি, বিপুল, রুবেল,তারেক (উইকেট কিপার), সুইট (অধিনায়ক) বাপ্পি (উইকেট কিপার) টেকনিকেল ডিরেক্টর ও কোচ- তাপস বিশ্বাস, কোচ সহযোগী হিসেবে বিদ্বান বিশ্বাস।
“নেশা ছেড়ে মাঠে এসো, সুন্দর স্বপ্নে দেশ গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ১ম সারির দলগুলোকে স্পনসর করে চলেছে সজন।
ইতমধ্যে শেরপুরের অন্যতম উল্লেখযোগ্য ক্রিকেট টূর্নামেন্ট শহিদ আব্দুর রশিদ স্মৃতিতেও দলের পৃষ্ঠপোষকতা করে সজন।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।