আফ্রিকান নেশনস কাপের ফাইনালে সেনেগালের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে গেছে মোহাম্মদ সালাহর মিসর। ফাইনালে সালাহরা হেরে গেলেও জিতেছেন মিশরের মিসরের গোলরক্ষক আবু গাবাল (গাবাস্কি)। রোববার (৬ ফেব্রুয়ারি) ক্যামেরুনের পল বিয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরুর সাথে সাথেই পেনাল্টি পায় সেনেগাল।

সাদিও মানের সেই পেনাল্টি রক্ষার সাথে সাথে পুরো ম্যাচে সব মিলিয়ে ছয়টি গোল ঠেকিয়ে দিয়েছেন আবু গাবাল। গোল শূন্য ড্রয়ের পর টাইব্রেকারেও ঠেকিয়েছেন একটি শট। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে অসাধারণ তিনটি সেইভ দিয়েছেন। তবে এতগুলো গোল ঠেকিয়ে দিয়েও কাঙ্ক্ষিত জয় পায়নি মিসর। আবু গাবালের চমৎকার নৈপুণ্যের পরও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মিসরকে।

এবারের নেশনস কাপে চার ম্যাচ খেলে মাত্র একটি গোল হজম করেছেন তিনি। ফাইনালে মিসরের হয়ে একাই দ্যুতি ছড়িয়েছেন আবু গাবাল। আর তাই হেরে ম্যাচসেরা হয়েছেন তিনি।

 

কলমকথা/বি সুলতানা