চোটের কারণে পিএসজির সবশেষ দুই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও শঙ্কা ছিল আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে। তবে আশার খবর হলো, জাতীয় দলে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন মেসি।

উরুগুয়ের বিপক্ষে প্রথম একাদশে দেখা যেতে পারে আর্জেন্টিনা অধিনায়ককে। এমনই আভাস দিচ্ছে আর্জেন্টাইন দৈনিক মুন্দো আলবেসেলিস্তে।

গত সোমবার এককভাবে অনুশীলন করতে দেখা যায় মেসিকে। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে নামেন তিনি। এরপরই জাগা শুরু করে মেসির একাদশে থাকার সম্ভাবনা।

মুন্দো আলবেসেলিস্তের খবর, শুরুর একাদশে থাকলেও গোটা ম্যাচ খেলানো নাও হতে পারে মেসিকে। উরুগুয়ের বিপক্ষে গোটা ম্যাচ না খেললেও পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে পাওয়া যাবে মেসিকে।