টোকিও অলিম্পিকে আর্চারির মিশ্র রিকার্ভ বিভাগ থেকে ছিটকে গেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।
শনিবার সকালে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ অন সান ও কিম জে ডিওক জুটির কাছে ৬-০ সেট পয়েন্টে হেরেছে তারা। দক্ষিণ কোরিয়ার দলটির বিপক্ষে শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। পরবর্তীতে ফিরে আসার চেষ্টা চালালেও রোমান-দিয়া জুটি জিততে পারেননি। ফলে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয় তাদের। প্রথম সেটে ৩৮ পয়েন্ট তুলে নেয় দক্ষিণ কোরিয়া। রোমান-দিয়া জুটি ৩০ পয়েন্টে থেমে যায়। পরের সেটে ব্যবধান কমে আসে ২ পয়েন্টে।
অন সান ও কিম জে ডিওক জুটির পয়েন্ট ৩৫, বাংলাদেশের ৩৩। শেষ সেটে বাংলাদেশ দারুণ লড়াই করে। দক্ষিণ কোরিয়ার ৩৯ পয়েন্টের বিপরীতে রোমান-দিয়া জুটির পয়েন্ট ৩৮। কিন্তু ম্যাচটা ততক্ষণে হেরে যায় তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।