বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সেরা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৫তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের ২৪শে মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের জন্মদিনটা এর চেয়ে ভালো ভাবে হয়তো পালন করা যেত না সাকিবের জন্য। কারণ, জন্মদিনের কয়েক ঘন্টা আগে প্রথম বারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকে হারিয়ে সিরিজ জয় লাভ করে টাইগাররা। আর সাকিব সেই দলের গুরুত্বপূর্ণ এবং গর্বিত এক সদস্য। যদিও পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় মানসিক ভাবে কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। তবে ব্যাট-বলে ঠিকই তিনি দুর্দান্ত, অপ্রতিরোধ্য।

বাংলাদেশের অনেক জয়ের মহানায়ক এই সাকিব। বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। এমন অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি যে রেকর্ড বাংলাদেশের কোন ক্রিকেটারই আগে করতে পারেনি। তাছাড়া ক্যারিয়ারের অনেকটা সময়ই কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বা ব্যাট হাতে আবার কখনো বোলিং দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সাকিব নিজের দাপট ধরে রেখেছেন। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, সিপিএল, কাউন্টি ক্রিকেট থেকে শুরু করে বিশ্বের নামকরা সকল ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেই সাকিবের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সাকিবের আগে বাংলাদেশের কোন ক্রিকেটারই এত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পায়নি। যা অন্যরা পারেনি, সেটিই করে দেখালেন সাকিব। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগেই সাকিব নিজের জাত চিনিয়েছেন। চিনিয়েছেন তিনি কেন বিশ্ব সেরা অলরাউন্ডার। বিশেষ করে সাকিব তার স্পিন ঘূর্ণি দিয়ে পরাস্থ করেছেন বিশ্বের নামি-দামি ব্যাটারদের। ইকোনমি বোলিং করার কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোন অধিনায়কেরই প্রথম পছন্দ সাকিব। অধিনায়কদের সেই আস্থার প্রতিদানও তিনি দিয়ে গিয়েছেন সব সময়।

 

 

কলমকথা/ বিথী