রিকার্ভ মিশ্র দ্বৈতের পর দলগত বিভাগেও সেরা বাংলাদেশ। থাইল্যান্ডে অনুষ্ঠিত আর্চারি প্রতিযোগিতায় ভারতকে হারিয়ে নারীদের দলগত বিভাগে স্বর্ণপদক জিতল বাংলাদেশ।
শনিবার থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিংয়ে টুর্নামেন্টে (স্টেজ-১) নারীদের দলগত রিকার্ভে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারায় নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকীর বাংলাদেশ দল।
এই ইভেন্টে থাইল্যান্ডকে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে কাজাখস্তান। তাদের সেমিফাইনালে ৫-১ সেটে হারিয়েছিল বাংলাদেশ দল।
থাইল্যান্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এখনো পর্যন্ত দুটি স্বর্ণপদক জিতল বাংলাদেশ। শনিবার ভারতের জুটিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতে স্বর্ণপদক জিতে নেন বাংলাদেশের রোমান সানা-নাসরিন জুটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।