দুই ম্যাচ বিশ্বামে থাকার পর নিজ দেশের জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলার জন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলানি ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন।
আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা স্কোয়াড, গোলরক্ষক: ফ্রাঙ্কো আর্মানি, হুয়ান মুসসো ও জেরোনিমো রুল্লি। ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, হুয়ান ফয়েথ, নাহুয়াল মলিনা পেজ্জেল্লা, লুকাস মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিফিকো। মিডফিল্ডার: ফ্রাঙ্কো কারবোনি, লেয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকুয়েল পালাসিওস, লুকা রোমেরো, আলেক্সিদ ম্যাক আলিস্টার, ভালেন্তিন কারবোনি, আলেজান্দ্রো গারনাচো, নিকোলাস পাজ,তিয়াগো গেয়ালনিক ও মানুয়েল লানজিনি। ফরোয়ার্ড: আঞ্জেল কোরেরা, মাতিয়াস সোলে, লুকাস ওকাম্পাস, দি মারিয়া, নিকোলাস গঞ্জালেস, জুয়াকুইন কোরেরা, লিওনেল মেসি, লুকাস বোয়ে, লাওতারো মার্টিনেজ ও হুয়ান আলভারেজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।