আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি এবং কোচ লিওনেল স্কালোনিকে ছাড়াই চিলির বিপক্ষে তাদেরই মাঠে জয় তুলে নিয়েছে ডি মারিয়ারা। এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের সামনে প্রতিপক্ষ কলম্বিয়া।

এই ম্যাচের আগে অবশ্য দারুণ এক সুখবরই পেয়ে গেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্ক্যালোনি করোনা থেকে সেরে উঠেছেন, থাকবেন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ডাগআউটেও। কোচ স্ক্যালোনি অবশ্য চিলি ম্যাচের আগেই জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন, তবে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। অবশেষে সেই বাধাও পেরোলেন আর্জেন্টিনা কোচ।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, করোনা থেকে সেরে উঠতেই দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন কোচ স্ক্যালোনি। এর কিছু পরই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন টুইট করে।

লিখেছেন, ‘প্রিয় গ্রিংগো, আপনি আবার সুস্থ হয়ে দলের প্রধান হিসেবে ফিরে এসেছেন। আপনাকে ফিরে পেয়ে ভালো লাগছে। ‘লা স্ক্যালোনেতা’ সব বাধা পেরিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে, যা আর্জেন্টাইনদের রোমাঞ্চিত করে, প্রেমে পড়তে বাধ্য করে।

 

কলমকথা/সাথী