বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে ওই সিরিজ জেতায় টাইগার ক্রিকেটাররা বোনাস পাবেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, ‘সব দলের বিপক্ষে আমাদের সিরিজ জেতা হয়ে গিয়েছিল। বাকি শুধু কেবল ইংল্যান্ড। সেটাও হয়ে গেল। কোন দলের বিপক্ষে প্রথমবার কিছু করলে ওরা বোনাস পাবে। এটা আমি আগেই ঘোষণা করে দিয়েছি।

সুতরাং ওরাও জানে যে, ওরা বোনাস পাবে।’ কত বোনাস পাবেন এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন, সেটা হিসেব করে বলতে হবে। তবে দলের সকলকে বোনাস দেওয়ার পাশাপাশি পারফরম্যান্স বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছেন পাপন।

বিসিবি বস বলেছেন, ‘এটা একটু স্পেশাল সিরিজ জয়। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, আবার তাদের হোয়াইটওয়াশ করা। সেজন্য ওরা (ক্রিকেটাররা) বেশি (বোনাস) চেয়েছে। যেটা চেয়েছে সেটা ওরা পাবে। এই সিরিজে যারা পারফরম্যান্স করেছে তাদেরও বোনাস দেওয়া হবে।’