বাবার পদাঙ্ক অনুসরণ করে মাত্র ১১ বছর বয়সে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।
সেখানে তার সঙ্গে রোনালদো লেখা ইউনাইটেডের ৭ নম্বর জার্সি হাতে দেখা যায় ১১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রকে। জর্জিনা লিখেন, ‘আমাদের স্বপ্নগুলো একসঙ্গে অনুসরণ করছি। মা তোমাকে ভালোবাসে।’
কিছুদিন আগে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি অনুশীলন করছেন। এসময় দুজনকেই ইউনাইটেডের জার্সি পড়া দেখা গেছে। ছবির ক্যপশনে রোনালদো লিখেছেন, ‘বর্তমান এবং ভবিষ্যত’।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।