সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ‘মানুষের সাথে মানুষের পাশে’এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনে সুনামগঞ্জ সরকারি কলেজ মাঠে জুবিলীয়ান ৯৯তম ব্যচের বন্ধুদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। এ এবং বি টিমে ভাগ হয়ে নির্ধারিত ৯০মিনিট ধরে অনুষ্টিত খেলাটি দুই দুই গোলে ড্র হয়।এ,টিমে হাবিবুর ও মামুন এবং বি,টিমে শ্রীকান্ত ও রাজিব একটি করে গোল করেন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন লাইন্সম্যান হিসেবে যথারীতি ছিলেন লিটন বনিক ও হাসিব কাওছার।এ টিমে খেলোয়ার হিসেবে ছিলেন হাবিবুর(অধিনায়ক)কাশেম,সুকান্ত,
রিপনবনিক,রাসেল,মামুন,মাহিন,
নজরুল,সুহেলরানা,শ্রীকান্ত,রুপক,শাহজাহান,শাহিনবি টিমে ছিলেন আরিফ(অধিনায়ক)খোরশেদ,লিটন,উজ্জ্বল,নিউটন,ফয়সল,রাজিব বনিক,জুবায়েল,বদরুল,অসিম,পার্থ,জিল্লুর,এ,কে মিলন।খেলা শেষে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশন অনুষ্টিত হয় এসময় বন্ধুদের মধ্য এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং শৈশবের অনেক সৃতিচারনমুলক ভাব আদান প্রদান হয় পরে আপ্যায়নের মধ্যদিয়ে খেলা পরবর্তী সময়ে শুভেচ্ছা বিনিময়ের সমাপ্তি হয়।