গোলরক্ষকে বোকা বানিয়ে গোলের পর গোল করে অসংখ্য রেকর্ড গড়ার পাশাপাশি অসংখ্য শিরোপা জিতেছেন লিওনেল মেসি। গড়েছেন অনেক রেকর্ডও। তবে এবার এমন এক রেকর্ড গড়েছেন, যা মনে পড়লে হয়তো লজ্জায় মুখ লুকাবে এই ক্ষুদে জাদুকর।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলারের তালিকায় নাম লেখিয়ে রেকর্ড গড়েছেন মেসি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজি মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ম্যাচটিতে দলকে পেনাল্টি থেকে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল মেসির সামনে। ৬০ মিনিটে এমবাপের কল্যাণে পেনাল্টি পায় পিএসজি।

কিন্তু সেই পেনাল্টি থামিয়ে দেয় রিয়ালের গোলকিপার কর্তোয়া। পেনাল্টি শট ঠেকিয়ে কর্তোয়া বলেন, ‘এই ধরনের ম্যাচে গোলরক্ষক হিসেবে আপনাকে জানতে হবে কিছু করা লাগতে পারে। আমি মেসির পেনাল্টি নিয়ে অনেক গবেষণা করেছি আর চেষ্টা করেছি তার সঙ্গে খেলতে যখন আমি লাইনে ছিলাম। কিছুটা ভাগ্যেরও দরকার আছে অবশ্য।’

 

কলমকথা/বিসুলতানা