স্বামী-স্ত্রী মিলে জিতলেন ৮ বিশ্বকাপ! শুনতে একটু খটকা লাগলেও ঘটনা আসলে সত্যি। গল্পটা অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক ও তার স্ত্রী নারী ক্রিকেটার অ্যালিসা হিলির। এই ‘ক্রিকেট কাপল’ জিতেছেন ৮টি বিশ্বকাপ। এখানেই গল্পটা শেষ হতে পারতো। কিন্তু চমক আরও বাকি রয়েছে চার বিশ্বকাপে তারা হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি, সর্বোচ্চ রান সংগ্রহাক, সিরিজ সেরা কিংবা ফাইনাল সেরা।

আজ রোববার নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে হিলি ব্যাট হাতে রেকর্ড ১৭০ রানের ইনিংস খেলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে রেকর্ড ৫০৯ রান করেন। তাতে ফাইনাল ও সিরিজ সেরা হন তিনি।

এর আগে হিলি ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার মধ্যে ২০২০ বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা, ২০১৮ বিশ্বকাপে সিরিজ সেরা হয়েছিলেন।

মিচেল স্টার্ক ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন। ২২ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেন তিনি। এছাড়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ২৭টি উইকেট নিয়েছিলেন স্টার্ক।