এএইচএফ কাপ হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে চার ম্যাচের তিনটিতে মাঠে নেমে তিনটিতেই জিতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) জাকার্তার জেবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকের সহায়তায় ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।
অন্য তিনটি গোল করেন খোরশেদুর রহমান, মিলন হোসেন ও রোমান সরকার। ইরানের দুই গোলদাতা মোহাম্মদ আলী ও নাভিদ হোসাইন। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেন ৭-০ ব্যবধানে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।