![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/e0985631-b724-466f-8f84-164ed36801af_nn.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের স্বাগতিক হওয়ার আবেদনের শেষ দিন ছিল গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপের স্বাগতিক হওয়ার আবেদন করেছে। নিজেদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনার পরিবর্তে এএফসি কাপের জন্য সিলেট জেলা স্টেডিয়ামকেই ঘরের মাঠ বানাতে চায় চ্যাম্পিয়নরা।
ফ্লাডলাইট, পরিপূর্ণ গ্যলারি, আন্তর্জাতিক সব সুযোগ সুবিধাই রয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় এখন একমাত্র সিলেট স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের ফুটবল ভেন্যু।
সিলেট জেলা স্টেডিয়াম প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হোম ভেন্যু। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় সফরকারী দলকে কোয়ারেন্টাইন করতে হবে না। বাংলাদেশে পৌঁছানোর পর পরীক্ষায় নেগেটিভ আসলে দলগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।