এবারই প্রথম অলিম্পিকের মঞ্চে আর্চারিতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের রোমান সানা। মঙ্গলবার টোকিওর ইয়োমেনোসিমা আর্চারি গ্রাউন্ডে রিকার্ভ এককে প্রথম রাউন্ডেই বাজিমাতও দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি। তবে দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পার হওয়া হয়নি রোমানের।
কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের কাছে ৪-৬ সেট পয়েন্টে হেরে বিদায় নিয়েছেন রোমান। তবে শুরুটা দারুণ হয়েছিল তার। প্রথম সেটে ২৬-২৫ ব্যবধানে জিতে ২ পয়েন্ট নিয়ে নেন রোমান। তবে দ্বিতীয় ও তৃতীয় সেট হেরে যান তিনি।
এরপর রোমান চতুর্থ সেট জেতেন (২৭-২৬)। শেষ সেটটায় যখন তীর ছুড়তে শুরু করেন রোমান সানা তখন দুই জনের পয়েন্ট চার করে। জিতলেই শেষ ষোল- এমন এক পরিস্থিতির সেটটি রোমান হেরে গেলেন ২৬-২৫ ব্যবধানে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।