করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। গতকাল সোমবার রাতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দুই দিন ধরে সৌরভ জ্বর-সর্দিতে ভুগছিলেন। এর পরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর তিনি আইসোলেশনে চলে যান।

চিকিৎসকদের বরাত দিয়ে ‘এই সময়’ জানিয়েছে, সৌরভকে ‘মোনোকোলান অ্যান্টিবডি ককটেল’ দেওয়া হয়েছিল। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। ৪৯ বছর বয়সী সাবেক খ্যাতিমান এই অধিনায়কের শরীরে আপাতত করোনার মৃদু উপসর্গ আছে। ইতিমধ্যে তাঁর রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওমিক্রন ভেরিয়েন্টে তিনি আক্রান্ত হয়েছেন কি না, সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। সৌরভের ওপর নজর রাখার জন্য তিন চিকিৎসকের একটি মেডিক্য়াল বোর্ড গঠন করা হয়েছে।

সম্প্রতি বেশ কয়েকবার বিদেশ সফরে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এমনকি তাঁকে মুম্বাইতেও বেশ কয়েকবার যেতে হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে সৌরভ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাড়িতে জিম করার সময়ই তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ পাওয়া যায়। প্রথমে দুবার এনজিওপ্লাস্টির পর মাত্র ২০ দিনের মধ্যে ফের তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই সময় বাকি একটি এনজিওপ্লাস্টি করিয়ে নেওয়া হয়েছিল।