একের পর এক জয় ও ড্র’তে অপরাজিত থাকার রেকর্ডের সংখ্যাটা দিন দিন বাড়িয়েই নিচ্ছে আর্জেন্টিনা। শেষ কবে হেরেছিল ভুলেই গেছে দলটি। সব মিলে ২৯ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা।
এবার মেসি ছাড়াই কলম্বিয়ার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। তাছাড়া দলটিতে কার্ড জটিলতায় হারাতে হয়েছে আরও চার জনকে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে লিওনেল মেসি ছাড়া জয় পেয়েছিল আর্জেন্টিনা। বুধবার (২ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার নিজের মাঠ করদোবায় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হয়।
কলম্বিয়াদের ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলার ২৯ মিনিটে সুযোগ পেয়েই দলের জয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।