পাওয়ার প্লের পর রানের গতি একটু বাড়ানোর চেষ্টা করছিলেন ওয়েস্ট ইন্ডিজের কেয়র্ন ওটলি। তার ব্যাটিংয়ে দেখা যাচ্ছিল খানিকটা অভিপ্রায়ের ছাপ। কিন্তু বেশিদূর তাকে এগোতে দিলেন না মেহেদী হাসান মিরাজ।

অফ স্টাম্পের বাইরের লেংথ বল জায়গা বানিয়ে কাভারের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন ওটলি। কিন্তু যতটা ওপরে খেলতে চেয়েছিলেন, ততটা পারেননি। সহজ ক্যাচ তালুবন্দি করেন অধিনায়ক তামিম।

ওটলির বিদায়ের রেশ না মিলিয়ে যেতেই ক্যারিবিয়ানদের আরেকটি ধাক্কা দিলেন মিরাজ। একই ওভারে তিনি ফেরালেন জশুয়া দা সিলভাকে।

জশুয়া যেন নিজের বিপদ ডেকে আনেন ভুল লাইনে খেলে। ভাসিয়ে দেওয়া বল অফ স্টাম্পে পিচ করে অ্যাঙ্গেলে সোজা হয়ে ঢোকে। জশুয়া ব্যাট পেতে দেন বল টার্ন করবে ভেবে। ব্যাটের পাশ দিয়ে বল গিয়ে লাগে স্টাম্পে।

এরপর নিজের প্রথম ওভারেই ম্যাককার্থিকে বোল্ড করে ফেরত পাঠান সাকিব আল হাসান। রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ রানেই ৫ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের।