চলতি মৌসুমের জুন মাসে ফ্রি হয়ে যাবেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যেই তাকে নিতে পাখির চোখ করে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেই রেসে আছে পেট্রোডলারের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটিও।

তবে ফরাসি এ তারকাকে ধরে রাখতে নাকি রেকর্ড পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে প্যারিসের জায়ান্টরা। এমনটাই জানাচ্ছে ফরাসি একটি দৈনিক। এমবাপ্পে যদি প্রস্তাবে রাজি হন তবে তিনি হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। অঙ্কের হিসেবে যার পরিমান গিয়ে দাঁড়াবে সপ্তাহে এক মিলিয়ন ইউরো। এদিকে পিএসজি এমবাপ্পেকে যে প্রস্তাব দিয়েছে, সেটা রিয়ালসহ কোনও ক্লাবের পক্ষেই বহন করা সম্ভব না। ফরাসি এক দৈনিককে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেন, ‘এমবাপ্পে গত বছর খুবই লাভজনক একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল।

আমরা ফ্রান্সের এমবাপ্পেকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি মনে করি না যে একটা ম্যাচের উপর এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করবে। সে একজন বুদ্ধিমান, পরিপক্ক ছেলে। ভালো মন্দ বোঝার জন্য তার অসাধারণ ক্ষমতা আছে। সে তার ক্যারিয়ার এবং তার ভবিষ্যতের জন্য কী চান সেটা নিজেই নির্ধারণ করবেন।’

 

কলমকথা/সাথী