• কেশবপুরে মাস ব্যাপী হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

 

এনামুল কবির সবুজ কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১ ডিসেম্বর সকালে যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ অর্থবছরের আওতায় মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মেয়েদের মাস ব্যাপী হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতি সিদ্ধার্ত কুমার বসুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মেয়েদের মাস ব্যাপী হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, বিকেএসপির প্রাক্তন চীফ কোচ (হকি) কওসার আলী, বাংলাদেশ হকি ফেডারেশনের হকি কোচ হাসান রনি, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু।