দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল বলেছেন, টসের সময় আমি বলেছিলাম, এখানে খেলার খুব বেশি অভিজ্ঞতা আমাদের নেই। আমরা মাঠে নেমেছি পরিসংখ্যান থেকে ধারণা নিয়ে।

পরিসংখ্যান বলছে, আগে ব্যাটিং করে এখানে অনেক জয় এসেছে। দেশসেরা এই ওপেনার আরও বলেন, আমার মনে হয়, নিজেদের আরেকটু ভালোভাবে মেলে ধরা উচিত ছিল। উইকেটে বল ওঠানামা (অসমান বাউন্স) করেছে। তবে আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা দরকার ছিল।

২৩০-২৪০ করতে পারলে এরপর দেখা যেত কী করা যায়। দ্বিতীয় ইনিংসেও বল ওঠানামা করেছে, বিশেষ করে নতুন বলে। এখন অনেক কিছুই বলা যায়। টস জেতার পর বোলিং নেয়া উচিত ছিল।

 

 

কলমকথা/ বিথী