মেসি-রোনাল্ডো-নেইমার নেই চ্যাম্পিয়নস লিগের সেরার মনোনয়নে চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি দুজনের কাছেই দুঃস্বপ্নের মতোই কেটেছে। শিরোপা ছোঁয়ার স্বপ্ন দুজনেরই শেষ ষোলোতে শেষ হয়ে গেছে। যে কারণে এবারের চ্যাম্পিয়নস লিগের ‘পজিশনভিত্তিক’ সেরার মনোনয়নে সেরা তিনে নেই মেসি ও রোনাল্ডো। দলকে সেমিফাইনালে উঠিয়েও নেই নেইমার।
উয়েফার নির্ধারিত কোচ ও সাংবাদিকদের ভোটে শুক্রবার চারটি ভিন্ন পজিশনের প্রতিটিতে তিনজন করে মোট ১২ জন মনোনীত খেলোয়াড়ের তালিকা দিয়েছে। যেখানে নেই সময়ের সেরা তিন খেলোয়াড়ের (মেসি, রোনাল্ডো ও নেইমার) কেউ। ফরোয়ার্ডদের তালিকায় সেরা তিনে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের আর্লিং হরলান্ড, বায়ার্ন মিউনিখের রবার্ত লেওয়ানডস্কি এবং পিএসজির কিলিয়ান এমবাপ্পে।
মিডফিল্ডারদের তালিকায় সেরা তিনে আছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, চেলসির জর্জিনিও ও এনগোলো কন্তে। আর ডিফেন্ডারদের মধ্যে মনোনীত হয়েছেন চেলসির আন্তোনিও রুডিগার ও চেজার আসপিলিকেতা, ম্যান সিটির রুবেন দিয়াস।
গোলকিপার শ্রেণিতে সেরা তিনে মনোনীত হয়েছেন চেলসির এদুয়ার্দ মেন্দি, ম্যান সিটির এদেরসন, রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া। ২৬ আগস্ট ইস্তাম্বুলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। ওইদিনই পুরস্কার ঘোষণা করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।