সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ২০২০-২১ অনুর্ধ-১৭ (বালক) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে সোমবার সকালে ঝিনাইদহ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ইউনিয়ন পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীনও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। টুর্ণামেন্টে বালকদের অনূর্ধ্ব- ১৭ ফাইনাল এ খেলায় ৩-২ গোলে হরিশংকরপুর ইউনিয়নকে পরাজিত করে কুমড়াবাড়ীয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।