গত আসরে ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করেছিলেন এনামুল হক বিজয়। এরপর তিনি সুযোগ পেয়েছিলেন জাতীয় দলেও। পরে অবশ্য ছিটকে গেছেন। এবার আবারও ডিপিএলের শুরুতে রান পেয়েছেন তিনি।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে এসে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে আবাহনী লিমিটেড। এই ম্যাচে ইনিংস উদ্বোধনে নেমে সেঞ্চুরি হাঁকান বিজয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ চার ও সমান ছক্কায় ১০৯ বলে ১০০ রান করেছেন তিনি। এই ম্যাচে রান পেয়েছেন নাঈম শেখও। ১২ চার ও ১ ছক্কায় ৭৪ বলে ৮৫ রান করে সাব্বির হোসেনের বলে নাদিফ চৌধুরীর হাতে ক্যাচ তুলে দেন।
গত প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৮০.১৫ গড়ে বিজয়ের রান দাঁড়াল ১ হাজার ৪২। ৮ ফিফটি আর তিন সেঞ্চুরিতে এই রান পেতে ৯৭.৪৭ স্ট্রাইকরেট রাখতে পেরেছেন বিজয়।
২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট-এ স্বীকৃতি পায়। এরপর থেকে ২০১৯ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে সাইফ হাসানের ৮১৪ রানই ছিল সর্বোচ্চ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।