সাগর কুমার বাড়ই, তেরখাদা, খুলনা: ১৮ ই জুন শনিবার বিকাল ৫.৩০ মিনিটের সময় খুলনা জেলার তেরখাদা উপজেলার আওয়াতাধীন কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।

জানা যায় , প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে পন্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বাইনের সভাপতিত্বে বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহার রন্জ্ঞন বাইনের পরিচালনায় বক্তব্য রাখেন তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল্লা আল কাফি বাবুর সুযোগ পুত্র বি এস সি টেক্সটাইল ইঞ্জিনিয়ার আব্দুল্লা আল মেহেদী ,

উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ডের সদস্য প্রনবেশ কুমার বালা ( জুয়েল ) , বিনয় কৃষ্ণ মন্ডল , সুশান্ত মন্ডল , সুভাষ চন্দ্র বাওয়ালী , বিশ্বজিত বালা , চন্দন বিশ্বাস ,

মো: বুলু মোল্লা , মোঃ উজ্জ্বল শেখ , মোঃ লাবলু বিশ্বাস , উজ্জ্বল রায় , রুবেল মোল্লা , তেরখাদা উপজেলার ছাত্রলীগের সদস্য শেখ মোঃ হাসিবুর , তুষার চিন্তাপাত্র ,

প্রীতি ফুটবল ম্যাচ খেলায় অংশ গ্রহণ করে উপজেলার শক্তি শালী কাটেংগা ফুটবল একাদশ বনাম উপজেলার শক্তিশালী কাগদী ফুটবল একাদশ ।
প্রীতি ফুটবল ম্যাচ খেলায় কাটেংগা ফুটবল ৩ গোল ও কাগদী ফুটবল একাদশ ৩ গোল করার মধ্যদিয়ে খেলাটি ড্র হয় ।

প্রীতি ফুটবল ম্যাচ খেলাটি সার্বিক পরিচালনা করেন টুটুল বালা ।