২১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেল হুট করেই। দুই পক্ষ চুক্তি করতে চাইলেও লা লিগা কমিটির নিয়মের কারণে সেটি সম্ভব হয়নি। তাছাড়া চাইলেও মেসি এই আইনের কারণে বিনা পারিশ্রমিকে বার্সেলোনায় খেলতে পারতেন না। তাই তাকে বার্সা ছাড়তেই হচ্ছে। ছাড়তে হচ্ছে প্রিয় শহরটিও। তাই লিওনেল মেসিকে একবার দেখতে তার বাড়ির সামনে ভিড় করছেন সমর্থকেরা।

আর্জেন্টাইন ফুটবল জাদুকরের গন্তব্য এখনও ঠিক হয়নি। তবে তার পিএসজিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। ফ্রান্সের ক্লাবটিও তাকে বরণ করার আয়োজন করছে। চুক্তির শেষ কিছু ধাপ এখন বাকি। সেগুলোর কাজ এগিয়ে যাচ্ছে। জানা গেছে, আগামী দুই একদিনের মধ্যে ফ্রান্সে যাবেন মেসি। তাকে দেখতে আসা বার্সেলোনা সমর্থক গনসালো মোরেনো বলেন, ‘আমার মনে হয় না তাকে (মেসি) ক্লাবে রাখার জন্য পর্যাপ্ত চেষ্টা করা হয়েছে।

আমি মনে করি, তাকে ধরে রাখাটা ক্লাবের হাতেই ছিল।’ মেসির ১০ নম্বর জার্সি পরে আসা আরেক সমর্থক ক্রিস্তিয়ান গার্সিয়া বলেন, ‘খুব খারাপ লাগছে, আমি বিধ্বস্ত।

এমন একজন খেলোয়াড় যাকে আমি সবসময় অনুসরণ করেছি, যিনি আমার কাছে উদাহরণস্বরূপ, তাকে এভাবে (ক্লাব) চলে যেতে দেখাটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। হোনাস রোমেরো এসেছেন মেসির সঙ্গে ছবি তোলা আর একটা অটোগ্রাফের আশায়। তিনি বলেন, ‘পিএসজিতে যোগ দিতে যাওয়ার আগে তাকে দেখার জন্য অপেক্ষা করছি।’