জামাল ভুঁইয়া ও তারিক কাজীর পর নতুন দুই প্রবাসী ফুটবলার ডাক পেয়েছেন জাতীয় দলে। এই দুজন হলেন কানাডায় সেমি প্রফেশনাল লিগে খেলা রাহবার ওয়াহেদ ও ফ্রান্সের পঞ্চম বিভাগে খেলা তাহমিদ ইসলাম। তাহমিদ মিডফিল্ডার, ফরোয়ার্ডে খেলেন রাহবার। আগামী ২ থেকে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। সাফ ফুটবল সামনে রেখে সেই আসরের জন্যই কাল দল ঘোষণা করেছেন জেমি ডে। তাতে গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে খেলা দলটিতে আরো বেশ কিছু পরিবর্তন এসেছে।
গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামান নতুন ঢুকেছেন, ফিরেছেন সাদ উদ্দিন ও রেজাউল করিম। বাংলাদেশ জাতীয় দল গোলরক্ষক: আনিসুর রহমান, শহীদুল আলম, মিতুল মারমা। ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, আতিকুজ্জামান। মিডফিল্ডার: মাশুক মিয়া, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, তাহমিদ ইসলাম। ফরোয়ার্ড: মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া ও রাহবার ওয়াহেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।