অনেকটা নাক উচুঁ স্বভাবের বলেই একগাদা বায়না! বায়নাও নয়, স্বভাবেরশর্ত। ক্রিকেটীয় কূটনীতিতে ক্রিকেটীয় থাকা ক্রিকেট বোর্ডের থেকে যত বেশি সুবিধা নেওয়া যায় ততই লাভ। বৈশ্বিক মহামারিতে নিজের সুরক্ষা সবার আগে।

কোভিডকালিন পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিতে ব-দ্বীপে কড়া শর্ত দেবে তা জানা ছিল সংশ্লিষ্টদের। কিন্তু এতোটা কড়াকড়ি হবে ধারণা করতে পারেনি কেউ।

সাতদিনে পাঁচ ম্যাচ, এক ভেন্যুতে ম্যাচ আয়োজন, সিরিজ সংশ্লিষ্ট প্রত্যেককে ১০ দিনের বাধ্যতামূক কোয়ারেন্টাইন, পাঁচ তারকা পুরো হোটেল বুকিং করা, তিনদিনের বিরতিতে কোভিড পরীক্ষা, দেশে আসার পর বিমানবন্দরে ইমিগ্রেশনে মুখোমুখি না হয়ে বিশেষ সুবিধা নেওয়াসহ আরও কত কিছু। পান থেকে চুন খসলেই সমস্যা- তাইতো মুশফিকুর রহিম পুরোপুরি ফিট হয়েও কোয়ারেন্টাইন শর্ত না পূরণ করায় খেলতে পারছেন না।