পিএসজিতে নাম লিখিয়ে জাতীয় দলের পাশাপাশি ক্লাবেও সতীর্থ হয়ে গেলেন আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি। অবশ্য পিএসজিতে মেসিকে খুব করে চেয়েছিলেন ডি মারিয়া। আর সেই চাওয়া পূরণ হওয়ায় দারুণ খুশি আর্জেন্টাইন উইঙ্গার। জাতীয় দল আর্জেন্টিনায় তার সঙ্গে মিলে কিছুদিন আগেই জিতেছেন কোপা আমেরিকা
। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির পিএসজিতে যোগ দেওয়া নিয়ে কথা বলেছেন ডি মারিয়া। ডি মারিয়া বলেন, সত্যি বলতে মেসির সঙ্গে খেলা খুব সহজ। আপনি দৌড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। এর অন্যথা হবে না। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার।
পিএসজিতে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়া, মার্কো ভেরাত্তি, মার্কিনিওসরা আগে থেকেই ছিলেন। সের্হিও রামোস, জর্জিনিও ভাইনালডাম, জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমিও যোগ দিয়েছেন। আর কদিন আগে যোগ দিলেন মেসিও। ডি মারিয়ার ভাষ্য, যেকোনো ফুটবলার এমন দলে খেলতে চাইবেন।
ক্রিস্টিয়ানো রোনালদোও হয়তো এই দলে থাকতে না পেরে মাথার চুল ছিঁড়ছেন! ক্রিস্টিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে বলে মন্তব্য করেছেন ডি মারিয়া। তার মতে, পিএসজিতে এখন খেলোয়াড়দের মান ও সংখ্যাটা অনন্য। ক্লাবে সব সময় এমন ঘটে না আর দারুণ খেলোয়াড়েরা সব সময় সেরাদের সঙ্গেই থাকতে চায়। ক্রিস্টিয়ানো অবশ্যই এখানে আসতে চায়, কিন্তু তারা (ক্লাব) মেসিকে কিনেছে এবং সেটা আরও ভালো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।