মো: আজিজুর বিশ্বাস|স্টাফ  রিপোর্টার নড়াইল: বাংলাদশে ওয়ানডে ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজার পৃষ্ঠপোষকতায় ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথম বাররে মতো নড়াইল জেলা আন্তঃস্কুল এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার বিকাল ৫টায় লোহাগড়ার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম(মোল্যার মাঠ) বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক, নড়াইল- ২ আসনের সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মোর্ত্তুজা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভার উদ্বোধন করেন। নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজার গর্বিত পিতা গোলাম মোর্ত্তুজার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কারী বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু শিকদার। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়েদ আশিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমীন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক সহ প্রমুখ।

প্রতিযোগিতায় বালকদের জন্য ১৩টি ও বালিকাদের জন্য ১২টি র্সবমোট ২৫টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।