২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের পঞ্চম দিনে আজ বুধবার সকালে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে দেশকে প্রথম পদক এনে দেয় মেয়েরা।
একই ইভেন্টে পুরস্কার জিতেছে ছেলেরাও। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের আর্চারদের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন অ্যাথলেট দিয়া ও নাসরিন ও বিউটি। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এটিই ছিল বাংলাদেশের প্রথম পদক। প্রথমবারের মতো পদক পেয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখস্তানের খেলোয়াড়দের ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।
আজ দিনের শেষ ইভেন্টে পদক জিততে পারেনি বাংলাদেশের আর্চাররা। শুক্রবার সকালে মিশ্র দ্বৈতে ফাইনালে কোরিয়ার বিপক্ষে স্বর্ণের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।