কয়েকদিন ধরেই আসন্ন পাকিস্তান-আফগানিস্তান টি-টুয়েন্টি সিরিজে বাবর আজমকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছিল। এবার তা-ই সত্যি হলো।

আফগানিস্তানের বিপক্ষে শারজায় তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজের জন্য শাদাব খানকে অধিনায়ক করে দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর ক্রিকেট পাকিস্তানের।

এছাড়া ভবিষ্যৎ সিরিজের কথা চিন্তা করে সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক বাবর আজমকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার সঙ্গে দলের বাইরে রাখা হয়েছে দলের মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদিদের।

পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে,
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে এক চোখ রেখে এবং সিনিয়র ক্রিকেটারদের ওয়ার্ক লোড কমিয়ে তাদের ক্যারিয়ার দীর্ঘ করার চিন্তায় পিসিবির নির্বাচকরা প্রতিভাবান ১৫ জনের তুলনামূলক নতুন দল ঘোষণা করেছে।

পিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান হারুণ রশিদ বলেছেন, শারজার সংক্ষিপ্ত সফর থেকে বাবর, রিজওয়ান, হ্যারিস, শাহিনদের বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে তারা সতেজ হতে পারে এবং ২০২২-২৩ মৌসুমের কঠিন চ্যালেঞ্জ সামলাতে নিজেদের তৈরি করতে পারেন।