প্রয়াত স্কুল শিক্ষকের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রয়াত স্কুল শিক্ষক, গুণিজন ব্যক্তিত্ব, সংগঠক, সাংস্কৃতিক এবং ক্রীড়ামোদী মানুষ মনোজ কুমার রায় ওরফে মনুর স্মৃতি স্মরণে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলার খোঁচাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে খোঁচাবাড়ি রিক্রিয়েশন ক্লাব এন্ড লাইব্রেরী এ খেলার আয়োজন করে। খেলায় শাপলা একাদশ, রজনীগন্ধা একাদশ ও গোলাপ একাদশ মধ্যকার লড়াইয়ের চূড়ান্ত পর্বে গোলাপ একাদশকে ৯ উইকেটে পরাজিত করে রজনীগন্ধা একাদশ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাপলা একাদশের অধিনায়ক সাধন মদক কান্নাজড়িত কণ্ঠে বলেন, মনোজ কুমার রায় ওরফে মনু স্যার ছিলেন আমার পথপ্রদর্শক। তাঁর জন্য আমি সাধন মদক হতে পেরেছি। তাঁর অনুপ্রেরণায় আমি সারাদেশের বিভিন্ন প্রান্তে খেলছি।

উজ্জল সিনহা জানান, মনু স্যার ছিলেন মানুষ গড়ার কারিগর। এলাকার শিক্ষার্থীদের পথপ্রদর্শক। একজন নীতিবান আদর্শিক স্বশিক্ষিত মানুষ। আমরা স্যারকে শ্রদ্ধা ভরে স্মরণ করি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, সাধন মোদক, সাইদুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।

উল্লেখ যে, মনোজ কুমার রায় ওরফে মনুর উপজেলার খোঁচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) পদে কর্মরত থাকাকালীন সময়ে গত ২০১৭ সালে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করে। তাঁর বাড়ী উপজেলার ধনতলা ইউনিয়নের খোঁচবাড়ী গ্রামে।