অবশেষে কোচ নিয়ে জটিলতার অবসান ঘটল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। শ্রীলংকায় অনুষ্ঠিতব্য চার জাতির টুর্নামেন্টে জাতীয় দলের প্রধান কোচের দেওয়া হয়েছে আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোসকে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আবাহনীর কোচ ম্যারিও ল্যামোসকে আমরা শ্রীলংকার চার জাতির টুর্নামেন্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আজকের মধ্যেই তিনি ভিসা পাবেন এবং খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন।’ আগামী ২৫ অক্টোবর থেকে শ্রীলংকা টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু করবে।
প্রসঙ্গত, সাফ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তার আগে জামাল ভূঁইয়াদের কোচ ছিলেন ব্রিটেনের জেমি ডে। কিন্তু তার পারফরম্যান্সে বাফুফে অসন্তুষ্ট হয়ে তাকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে সাময়িক বিরতি দেয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।