লংকান ক্রিকেটারদের ফেসবুক-টুইটার বয়কটের নির্দেশ দিয়েছেন দলটির হেড কোচ মিকি আর্থার। দলের ধারাবাহিক ব্যর্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করছেন তিনি।

তিনি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের করা বাজে মন্তব্য, ট্রল-মিম লংকান ক্রিকেটারদের মনোবল ভেঙে দিচ্ছে। তাই শানাকা-কুশলদের ফেসবুক-টুইটার ব্যবহার না করাই উত্তম। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ শুরুর আগে শিষ্যদের এ নির্দেশ দেন আর্থার।

সম্প্রতি ঘরের মাঠে ভারতের ‘বি’ দলের কাছেও সিরিজ হেরে নাস্তানাবুদ হয়েছে লংকান ক্রিকেট দল।

বিষয়টির বিবেচনায় কোচ আর্থার তার শিষ্যদের উদ্দেশে বলেন, আমি ছেলেদের বলেছি এগুলো (ফেসবুক-টুইটার) বন্ধ রাখো। এমন অনেক মন্তব্য আসে যা বোধগম্য নয়, কটূক্তির দিকে ইঙ্গিত করে। এগুলো বিরক্তির উদ্রেক করে, হতাশায় ডোবায় এবং মেজাজ বিগড়ে দেয়। খেলোয়াড়দের উদ্দেশে আমার সেরা পরামর্শ এটিই, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাক। কিছু মূর্খ আছে যারা জানে না কী চলছে, তারা আসলে কিছুই জানে না। উল্টোপাল্টা কমেন্ট করে বসে।