শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি :- পাইকগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় চাঁদখালী ফুটবল একাদশকে ১-০গোলের ব্যবধানে পরাজিত করে পাইকগাছা পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সাথে ১ম পুরষ্কারের দশ হাজার টাকা জিতে নেয়। সোমবার সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মোঃ শাহরিয়ার হক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ,
প্যানেল মেয়র ও কাউন্সিলর মাহবুবুর রহমান রঞ্জু,এস,এম তৈয়েবুর রহমান, ইমরান সরদার, ডাঃ মৃন্ময় কুমার মন্ডল সহ সাংবাদিকবৃন্দ। খেলার ধারাভাষ্যকার ছিলেন নুরুজ্জামান টিটু ও এ্যাড মোঃ মঞ্জুরুল হাসান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।