মণিরামপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেদাপাড়া ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা আজ সকাল ৮.০০ ঘটিকায় চঁাদপুর মাঝিয়ালী মাধ্যমিকবিদ্যালয়ের মাঠে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ শুভ উদ্ভোধন করেন।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবু দেবব্রত রায়,চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবু অজয় রায়,খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তারক দেবনাথ, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা খাতুন, খেদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি মন্ডল সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলী।ইউনিয়ন পর্যায়ে ১৬ টি স্কুল এই খেলায় অংশগ্রহণ করে তারপর ফাইনাল খেলায় খেদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কদমবাড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে চাম্পিয়ান হয়েছে।উক্ত ফাইনাল খেলায় ম্যান অফ ম্যাচ নির্বাচিত হয় খেদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মৃদুল।খেলা শেষে বিজয়ী দলের হাতে চাম্পিয়ান ট্রফি তুলে দেন মনিরামপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবব্রত রায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।