২০২১ সালের ১ এপ্রিল বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় একটি দিন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত বৃহস্পতিবার বাংলাদেশের নারী ক্রিকেটারদের টেস্ট ম্যাচ মর্যাদা দিয়েছে।

টেস্ট মর্যাদা পাওয়া যেমন সম্মানের একই সঙ্গে চ্যালেঞ্জেরও। এমনটিই বলছেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান শফিউল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আইসিসির ঘোষণায় আমাদের মেয়েদের ক্রিকেটের চেহারা পাল্টে দেওয়ার সুযোগ এসেছে। লোকবল বাড়াতে হবে। এতে আমাদের জন্য চ্যালেঞ্জও আছে।

তিনি আরও বলেন, পরের বোর্ড সভায় আমি এ নিয়ে আলোচনা করব। একটা মাঠ হবে শুধু মেয়েদের ক্রিকেটের জন্য। সেখানে ইনডোর, জিম থেকে শুরু করে সব সুযোগ-সুবিধা থাকবে।

জাতীয় দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, এই টেস্ট স্ট্যাটাস আমাদের মেয়েদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক জাহানারা আলম বলেন, আইসিসির টেস্ট মর্যাদা পাওয়ায় আমি গর্বিত।