প্রিমিয়ার লিগে রেফারিং নিয়ে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

বাফুফের কাছ থেকে প্রতিকার না পেলে এএফসি, ফিফাসহ আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে তারা, চিঠিতে তা উল্লেখ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার মোহামেডানের বিপক্ষে ম্যাচে রেফারিং নিয়ে বাফুফেকে চিঠি দিয়েছে সাইফ।

চিঠিতে তারা তিনটি আক্রমণের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে, যেখানে ন্যায্য পেনাল্টি তারা পায়নি বলে দাবি তাদের।

ম্যাচের ৬৪, ৬৭ ও ৮৮ এই তিন মিনিটে সাইফের আক্রমণে তাদের ফরোয়ার্ড বক্সের মধ্যে অবৈধভাবে বাধা পেলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি বলে দাবি ক্লাবটির। ৬৪ ও ৬৭ মিনিটে রেফারি পরিষ্কার ফাউল দেননি। আর ৮৮ মিনিটে বক্সের মধ্যে ফাউল হলেও রেফারি তা দিয়েছেন বক্সের বাইরে।

সাইফ স্পোর্টিং চিঠির সঙ্গে প্রমাণ হিসাবে তিনটি আক্রমণের ভিডিও যুক্ত করেছে। শুক্রবার মুন্সীগঞ্জে অনুষ্ঠিত মোহামেডান-সাইফ ম্যাচটি পরিচালনা করেন রেফারি ভুবন মোহন তরফদার।

 

কলমকথা/ বিথী