জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সেক্রেটারি আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তার জায়গায় বাফুফের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার।
তিন মাসের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।