![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/image-515576-1643691721.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
লিওনেল মেসির পিএসজিতে যোগদানের পর থেকেই আলোচনার শিরোনামে দলটির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে।
মেসির ছায়ায় তার পারফরম্যান্স ঢেকে যাবে, তাই পিএসজি ছাড়ছেন তিনি। যোগ দেবেন রিয়াল মাদ্রিদে।
এমন কথা ঘুরপাক খাচ্ছিল বিগত বছরজুড়েই।
এবার ইউরোপের অন্যতম ক্রীড়া দৈনিক মার্কা জানালো, আগামী গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে ৩০ জুন। রিয়ালে যাওয়ার জন্য ফরাসি ক্লাবের চুক্তি নবায়নের অনুরোধে সাড়া দেননি এমবাপ্পে।
এদিকে বিল্ড পত্রিকার খবর, রিয়ালে এই ফরাসি ফরোয়ার্ড প্রতি বছর আয় করবেন ৫০ মিলিয়ন ইউরো। সে সুবাদে ২৩ বছর বয়সি এমবাপ্পে হবেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।
জার্মান পত্রিকা আরও জানিয়েছে, লিগ ওয়ানের ক্লাব পিএসজি এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টায় রণেভঙ্গ দিয়েছে। বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হলান্ডকেও নিজেদের তাঁবুতে নিয়ে আসার চেষ্টা করছে রিয়াল।
রিয়াল-এমবাপ্পে দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে সম্মতি এসে পড়লেও এখনই কোনো ঘোষণা আসছে না। আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলয় রিয়াল মাদ্রিদ আর পিএসজি মুখোমুখি হবে। ফিরতি লেগ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। তার আগে এই চুক্তির ঘোষণা আসবে না বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। শেষ ষোলর সেই লড়াইয়ের পর রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ দেবে ঘোষণাটা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।