চীনের রাজধানী বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামের আকাশে আতশবাজির রঙিন আলোয় এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে শীতকালীন অলিম্পিকের। গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাখ আইকনিক বার্ডস নেস্ট স্টেডিয়ামে প্রবেশের পর আনুষ্ঠানিকতা শুরু হয়।

শীতকালীন এ ক্রীড়া আসর শুরু হয়েছে চীনা পঞ্জিকা অনুযায়ী বসন্তের প্রথম দিন। এ ঋতুর আবহ বোঝাতেই উজ্জ্বল সবুজ ডালপালার মধ্যে নৃত্য দিয়ে শুরু হয় পরিবেশনা। এর পর সাদা ও সবুজ আতশবাজিতে ফুটিয়ে তোলা হয়। বরফের মত সাদা ত্রিমাত্রিক একটি কিউবে লেজারের মাধ্যমে ফুটিয়ে তোলা হল হয়ে যাওয়া ২৩টি শীতকালীন অলিম্পিকসের ছবি।

তারপর আইস হকি খেলোয়াড়রা এসে ভেঙে ফেললেন সেই কিউব। বেরিয়ে এল অলিম্পিকসের পাঁচটি রিং, বরফের মতই সাদা। উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশ্বের ৯১ দেশ থেকে আসা ক্রীড়াবিদরা অংশ নেয়। প্রতি দলের সামনে থাকেন একজন চীনা তরুণী। দেশের নাম লেখা যে প্ল্যাকার্ড তিনি বহন করছিলেন, সেটাও বানানো হয়েছে তুষারকণার প্রতীকী রূপে।

 

কলমকথা/বি সুলতানা