বছরের শেষ ম্যাচে রিয়াল ভ্যালাডোলিড ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ফুটবল কিংবদন্তি পেলের জন্য এক মিনিট নীরবতা পালন দিয়ে শুরু হয় ম্যাচ।

ম্যাচের প্রথম সুযোগটা তৈরি করেছিল রিয়াল। ম্যাচের নবম মিনিটে অ্যাসেনসিওর শট থামিয়ে দেন ভ্যালাডোলিড গোলরক্ষক।

তবে ১৭ তম মিনিটে বেনজেমা খালি পোস্ট পেয়েও গোল করতে পারেননি। বল পোস্টের উপর দিয়ে মারেন। প্রথম হাফে আর কোনো গোল হয়নি। তবে ছোট ছোট বেশ কিছু সুযোগ তৈরি করেছিল দুই দলই।

দ্বিতীয় হাফের প্রথম ২০ মিনিট বল মাঝ মাঠেই রাখে দুই দল। তবে ৬৬ মিনিটে এক অসাধারণ সেভ করে রিয়ালকে বাঁচিয়ে দেন থিবো কর্তোয়া। ম্যাচের ৭৯ মিনিটে কর্নার পায় রিয়াল।

সেই কর্নার থেকে বল ভ্যালাডোলিডের খেলোয়াড় সানচেসের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।

সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপে না খেলতে পারা করিম বেনজেমা। ৮৯তম মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলেন বেনজেমা। এদুয়ার্দো কামাভিঙ্গার কাছ থেকে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে জাল খুঁজে নেন রিয়াল অধিনায়ক।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে নেমে গেল দুই নম্বরে। এস্পানিওলকে হারিয়ে ফের শীর্ষে ফেরার সুযোগ আছে তাদের।