‘ওয়ালটন ৮ম জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতা-২০২২’ এর ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।
আজ রোববার সকালে পল্টন মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে ১৩-০৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ পুলিশ। অপর সেমিফাইনালে বাংলাদেশ আনসার ১৮-০৩ পয়েন্টের ব্যবধানে স্যান্ড এঞ্জেলকে হারিয়ে ফাইনালে উঠে।
আগামীকাল সোমবার সকালে ফাইনালে মুখোমুখি হবে আনসার ও পুলিশ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। সেরা খেলোয়াড়কে করা হবে পুরস্কৃত।
এবারের এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনাল খেলে। সেখান থেকে দুটি দল উঠেছে ফাইনালে। অংশ নেওয়া প্রত্যেক দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি দেওয়া হয়েছে।
এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।