তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী ফুটবল একাডেমিক কর্তৃক আয়োজিত ফুটবল একাডেমি এর উদ্যোগে ১৬ দলীয় ফুটবল দ্বিতীয় রাউন্ডের অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গরবার (১৩ জুন) বিকালে উপজেলার স্টেডিয়াম মাঠে বোয়ালমারী ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা উপজেলার বাকাইল এর মাঝে এ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয় ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও বোয়ালমারী যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যু্লীগের যুগ্ম আহবায়ক মো. দাউদুজ্জামান দাউদ, যুবলীগ নেতা গালিব মিয়া, যুবলীগ নেতা তুলিপ,ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান।
উক্ত খেলায় বোয়ালমারী ফুটবল একাদশ আলফাডাঙ্গার বাকাইল ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে জয়লাভ করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।