ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ:-
মোঃ আফসার সোহাগ, দিনাজপুর প্রতিনিধি:-
মুজিব শতবর্ষ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি’২০২১ মঙ্গলবার রাত ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দের আয়োজনে ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম, (বার)।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর সভাপতি মাহমুদুন্নবী পলাশ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর সাধারণ সম্পাদক শামিম কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ইন্সটিটিউট এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি সুজা-উর-রব চৌধুরী, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, স্টেশন ক্লাবের সাধারণ সম্পাদক ও ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণ ও মুজিব শতবর্ষ উপলক্ষে খেলায় আগত দর্শকদের জন্য ফ্রি কুপণের মাধ্যমে র্যাফেল ড্র করে ১ শত জনকে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য যে, মুজিব শতবর্ষ উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারি’২০২১ দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দের আয়োজনে ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।